এই পৃথিবীতে একমাত্র আল্লাহ’ তালাই তার কথা রাখেন। আপনি ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টা ভুলে থাকলেও তিনি আপনাকে ২৪ ঘন্টায় মনে রাখছেন। আপনাকে প্রতিদিন রিযিক দিচ্ছেন, সুস্থতা দান করছেন, আপনার ইচ্ছা মতো কাজ করার তৌফিক দিচ্ছেন। এমন কেউই নেই এই জিনিস গুলো তিনি বাদে আর কেউ দিতে পারবে। হুম আল্লাহ আমাদেরকে এতোটাই ভালোবাসেন যে আমরা ভুলে গেলেও তিনি সাথে সাথে রাগ করেন না, তিনি সাথে আমাদের রিযিক, রহমত, বরকত উঠিয়ে নেন না। তিনি চাই আপনি তার এই অনুগ্রহকে অনুভব করুন, আপনার রবের এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন এবং তার দিকে ফিরে আসুন পুরো সন্তুষ্টির সাথে।
এই পৃথিবীতে কেউ কারোর না এবং শুধুমাত্র আপনার রব ছাড়া আর কেউই আপনার কথা রাখবে না।
তাই বেশি বেশি আপনার রবকে স্মরণ করুন যিনি আপনাকে আপনার জন্মদাতা মা’র থেকেও বেশি ভালোবাসেন।
"কতই না বরকতময় তোমার রবের নাম যিনি মহত্ত্বের মহানুভবতার অধিপতি।" (সূরাহ আল রহমান, আয়াত : ৭৮)
সেই রবকে কিভাবে ভালো না বেসে পারা যায়?
লেখাঃ সায়মা আফরিন লাবন্য (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
আপনিও হোন ইসলামের প্রচারক ইন শা আল্লাহ ’ লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথে!
0 Comments