আল কোরআন এ উল্লেখিত বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি

আল কোরআন এ উল্লেখিত বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি
আল কোরআন এ উল্লেখিত বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি


স্ট্রোক এর পেশেন্ট দের মধ্যে যারা #Bedridden(শয্যাশায়ী) হয়ে যায়,তাদের দীর্ঘদিন শুয়ে থাকার কারণে 
#Bed Sore(কোমরে-পিঠে ঘাঁ) হয়ে যায়!!!
এই ঘাঁ থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তাররা ২ ঘন্টা পরপর রোগীকে এপাশ-ওপাশ করে দিতে বলেন,যাতে করে রোগীর #Bed Sore না হয়। 

এখন আসি মূল কথায়;
সূরা কাহাফের(১৮ নাম্বার সূরা) এক পর্যায়ে আমরা দেখতে পাই কয়েকজন যুবক এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের কারণে অবিশ্বাসিরা তাঁদেরকে পাথর মেরে হত্যা অথবা ধর্মান্তরিত করার ব্যবস্থা করলো!!!!  

অবিশ্বাসিদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁদেরকে গুহায় আশ্রয় নিতে হয়েছিল;যেখানে আল্লাহর কুদরতে তাঁরা সেখানে প্রায় ৩০৯ বছর নিদ্রাচ্ছন্ন ছিলেন!!! 
তাঁরা যখন প্রায় ৩০৯ বছর পর জাগ্রত হলো তখন তাঁদের মনে হলো তাঁরা ১ দিন বা ১ দিনের কিছু সময় মাত্র গুহায় অতিবাহিত করেছে
(আসলে এসব কিছুই হয়েছে মূলত আল্লাহর ইচ্ছায় !!) 

আমার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাঁরা যখন সেখানে প্রায় ৩০৯ বছর শুয়ে ছিলো তখন যেন তাঁদের কোমরে-পিঠে ঘাঁ(Bed Sore) না হয় সেজন্য আল্লাহ তাঁদের এপাশ-ওপাশ করে দিতেন;পাশাপাশি মাটিতে থাকা পোকামাকড় যেন তাঁদের খেয়ে না ফেলে সেটাও প্রতিরোধ করলেন!!!
(সূরা কাহাফের #১৮ নাম্বার আয়াত)
আল্লাহু আকবার!! 

মহাগ্রন্থ আল কোরআনে প্রায় ১৫০০ বছর আগেই আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নমুনা আল্লাহ তায়ালা দিয়ে রেখেছেন!!!!

© কামরুল হাসান নোবেল

আপনিও হোন ইসলামের প্রচারক ইন শা আল্লাহ ’ লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথে!

Post a Comment

1 Comments