হে নফস!
তুমি ধৈর্য ধর, সবর কর, অপেক্ষা কর।
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে। (সূরা দুহা:৫)
কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই। (সূরা যুমার:১০)
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহর হিসাবে কোনো ভুল হবে না, আল্লাহ তিল পরিমাণ যুলম করবেন না। মানুষ ভুলে গেলেও আল্লাহ তা'য়ালা কোনো কিছুই ভুলে যান না।
আপনার রব কোনো কিছুই ভুলেন না। (সূরা মারইয়াম:৬৪)
হে নফস!
তুমি সবর কর, চেষ্টা কর, দুয়া কর।
নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অতি নিকটবর্তী। (সূরা বাকারাহ:১৮৬)
বান্দা যখনই আল্লাহর কাছে দুয়া করে, আল্লাহ বান্দার দুয়া কবুল করেন। (সূরা মু'মিন/গাফির:৬০)
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করুন। (সূরা বাকারাহ:২০০)
হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন। (সূরা কাহফ:১০)
হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সূরা কাসাস:২৪)
হে আমার রব! আমি অসহায় দূর্বল অক্ষম; অতএব আপনি আমার পক্ষ হতে প্রতিশোধ নিন। (আল কামার:১০)
হে আল্লাহ! আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। (মুসনাদে আহমাদ: ৪/১৮১)
আ-মীন,
আ-মীন,
আ-মীন ইয়া রাব্বুল আলামীন
© মাহমুদ হাসান
0 Comments